বগুড়ার ধুনটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৪টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুফতী শাহাদাত হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. শাহীন আলম ও যুগ্ম সম্পাদক হাফেজ মাও. আশরাফুদ্দীন আল আজাদের যৌথ সঞ্চালনায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে “কল্যাণময় সমাজ ও রাষ্ট্র গঠনে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক। প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহ-সভাপতি প্রভাষক মীর মাহমুদুর রহমান (চুন্নু)। তিনি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে সকলকে চরমোনাই পীর সাহেবের আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মুফতী এইচ.এম জসিম উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুহা. আব্দুস সোবহান, ইসলামী যুব আন্দোলন ধুনট উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আতিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুহা. আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিল শেষে ধুনট বাজারের পথচারী, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।