ঈদুল ফিতরের আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের সুবিধার্থে আগামী শুক্রবার (২৮ মার্চ) রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে। ব্যাংকগুলো হলো—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যাতে ঈদের আগে বেতন-ভাতা তুলতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট শাখাগুলো শুক্রবার সীমিত জনবল দিয়ে পরিচালিত হবে।
এই দিন ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তবে অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন।
শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে ২৮ ও ২৯ মার্চ
ঈদের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর রপ্তানি বিল বিক্রি ও শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে শিল্পঘন এলাকাগুলোর ব্যাংক শাখা ২৮ ও ২৯ মার্চ খোলা থাকবে।
যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে তার মধ্যে রয়েছে—ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকা।
২৮ মার্চ শুক্রবার ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, আর বাকি সময় অফিস কার্যক্রম চলবে।
২৯ মার্চ শনিবার ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, এর মধ্যে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব শাখার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা প্রদান করতে হবে।