বগুড়ার ধুনট উপজেলায় ৩৬ জন হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সমাজসেবামূলক সংগঠন ‘স্বপ্নসেবা’। বৃহস্পতিবার (২৭ মার্চ) ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ফয়জুল করিম খালিদ ও মো. মাসুদ রানা।
স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন-এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শাড়ি, লুঙ্গি, চিনি, লাচ্ছা সেমাই, ডাল, লবণ, তেল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, “মানবিক সহায়তা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, এই উদ্যোগের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় মানুষদের ঈদ আনন্দের অংশীদার করতে। স্বপ্নসেবা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।”
সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, “এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের ঈদ আনন্দ বাড়িয়ে তুলবে এবং সমাজের সবাইকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, মুরাদ, মো:শাহীন শেখ, রাসেল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
ধুনটে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্বপ্নসেবার ঈদ উপহার বিতরণ
-
বাবুল ইসলাম
- ০৩:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- 197

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
জনপ্রিয়