বগুড়ার ধুনটে পৌর সমবায় দলের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিতার, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থাতা এবং জুলাই বিপ্লবে শহীদদের আত্মর মাগফেরা কামনায় করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ধুনট সরকারি নইমউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কেএম মাহবুবার রহমান হারেজ।
ধুনট পৌর সমবায় দলের আহ্বায়ক কামরুল ইসলামের সভাপতিত্বে ও সমবায় দল নেতা হারুনের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় দলের সভাপতি মারর্জান আহাদ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা বেলাল হোসেন, শাহ আলম, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ধুনট উপজেলা সমবায় দলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক এরশাদ আলী, ছাত্রদল নেতা এসএম জাকির হাসান, নাছির উদ্দিন, রিদয় হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা খালেদ হোসেন সিজু, কাওছার রহমান বিদ্যুৎ, কোক পরিষদের নেতা দুলু মিয়া ও শিহাব।