বগুড়ার ধুনট দারুল উলুম কওমি মাদরাসায় আজ ২৫ মার্চ, মঙ্গলবার, লিও ক্লাব অব ঢাকা শাপলা-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্যরা, মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
লিও জেলা ৩১৫-এ২ বাংলাদেশ-এর রিজিয়ন ডিরেক্টর ক্লাবস ও লিও ক্লাব অব ঢাকা শাপলার পাস্ট প্রেসিডেন্ট লিও জিন্নাহুর রহমান রাকিব, প্রেসিডেন্ট লিও রিয়াদ আল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট লিও ফাহিম ফয়সাল, সেক্রেটারি লিও আবদুল্লাহ আল নোমান, জয়েন্ট সেক্রেটারি লিও আকিল আহমেদ, ট্রেজারার লিও তরিকুল ইসলাম নাঈম, ডিরেক্টর লিও পিয়াল হাসান, টেমার লিও তানভীর ইসলাম, সদস্য লিও নাজমুস শাহাদাৎ প্রান্ত ও লিও শাহরিয়ার সুমন-সহ ক্লাবের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হোসেন চঞ্চল, কামরুল ইসলাম ও আবু তালহা শামিম খান।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম।
ইফতার মাহফিলে বিশেষ দোয়ার মাধ্যমে সকলের কল্যাণ ও শান্তি কামনা করা হয়।