বগুড়ার ধুনটে বাংলাদেশ জামায়াতে ইসলামের পেশাজীবী সংগঠনের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু।
ধুনট উপজেলা জামায়াতে ইসলামের আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল আলম, মাসুদ রানা, গিয়াস উদ্দিন টিক্কা এবং জামায়াত নেতা আব্দুল্লাহ হেল বাকী, ফিরোজ আহম্মেদ, আব্দুল ওহাব, তরিকুল ইসলাম, খলিলুর রহমান। এছাড়া সাংবাদিক আমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম ও আইয়ুব লোহানীও অনুষ্ঠানে বক্তব্য দেন।