বগুড়ার ধুনট উপজেলায় ইফতারের পর বিশ্রামের সময় ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মাহমুদ হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার রাতে মাহমুদ হোসেনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মাহমুদ হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বগা-জোলাগাতী গ্রামের মোকার আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী একজন অটোভ্যান চালক। আর মাহমুদ হোসেন ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন। ফসলের ক্ষেত থেকে সবজি তুলে বাজারে নেওয়ার জন্য মাহমুদ প্রতিবেশী ওই গৃহবধূর স্বামীর অটোভ্যান ব্যবহার করতেন। এ সুবাদে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে মাহমুদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।
এ সুযোগে অটোভ্যান চালকের বাড়িতে যাতায়াতের এক পর্যায়ে ওই গৃহবধূর প্রতি কুদৃষ্টি পড়ে মাহমুদের।
এ অবস্থায়, ১৯ মার্চ স্বামী-স্ত্রী একসঙ্গে ইফতার শেষে স্বামী বাড়ির অদূরে বাজারে যান। তখন ওই বাড়িতে অন্য কোনো লোকজন না থাকার সুযোগে মাহমুদ ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করতে থাকেন। এ সময় গৃহবধূর স্বামী ঘরে ঢুকে মাহমুদকে আটকের চেষ্টা করলে তিনি পালিয়ে যান।
ঘটনার পর পলাতক থাকায় এ বিষয়ে মাহমুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ভিকটিমের জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে এবং শারীরিক পরীক্ষা ও ডিএনএ টেস্টের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।