বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক প্রকৌশলী সাইফুল ইসলাম রনি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। একটি দেশে কৃষকরা বাঁচলে স্বাবলম্বী হয় সেই দেশের অর্থনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় কৃষকদের কল্যাণে কাজ করতেন। তিনি অনুভব করেছিলেন, দেশের উন্নয়ন করতে হলে কৃষিখাতে উন্নয়ন করতে হবে। তাই তিনি কৃষকদের জন্য বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
তিনি বলেন, বিগত সরকার লুটপাটের মাধ্যমে দেশের কৃষিখাতকে ধ্বংস করেছে। তারা কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করেনি, বিধায় কৃষকরা তাদের কৃষিপণ্যের ন্যায্য মূল্য পেত না। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষিখাতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে কৃষকদের বীজের মালিকানা তাদের ফিরিয়ে দেওয়া হবে।
শনিবার বগুড়ার ধুনট উপজেলা কৃষক দলের আয়োজনে বিলকাজুলী ও পেঁচিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বিএনপি নেতা অ্যাড. এজানুর রহমান ঠান্ডু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ সামেয়ম সুমন, দপ্তর সম্পাদক সামিউল ইসলাম সামি।
ধুনট উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহাদত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিলকাজুলী ও পেঁচিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, শেরপুর উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার রনি, শাজাহানপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ধুনট উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাঙ্গা সরকার, আব্দুস সালাম, কৃষক দল নেতা মোহাব্বত আলী বক্কর ও আলী হাসান সুফল।