বগুড়ার ধুনট পৌর যুবদল ও ছাত্রদলের আয়োজনে ধুনট বাজারের পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় ইফতার বিতরণ শেষে ধুনট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ধুনট পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামীম।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওসমান গনি, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, যুবদল নেতা আশিক আহম্মেদ, লিখন মাহমুদ, বাবু, মামুন, আব্দুল খালেক, রনি, পরাগ, ছাত্রদল নেতা রকিবুল হাসান রকি, বাবু, জাকারিয়া হোসেন, নাফিস আহম্মেদ ও শান্ত প্রমুখ।