বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন বলেছেন, “বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেটি সর্বপ্রথম বিএনপিই প্রস্তাব করেছিল। একদলীয় বাকশাল বাতিল করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর চেয়ে বড় সংস্কার বাংলাদেশের ইতিহাসে আর নেই।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করে দেশকে লুটপাটের রাজ্যে পরিণত করা হয়েছে। বাংলাদেশকে একটি বিশেষ পরিবারের স্বার্থরক্ষায় ব্যবহারের চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনার বিচার কেউ করুক বা না করুক, বিএনপি অবশ্যই এর বিচার করবে।”
তিনি এসব কথা বলেন ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারাইজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও যুবদল নেতা মোহাম্মদ আলী জন।
এতে আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বিএনপি নেতা চাঁন মিয়া, শাহাদত হোসেন, সোহেল রানা, দুলু মিয়া, মুন্টু মিয়া, শাহীন আলম, জহুরুল ইসলাম, আব্দুল সালাম, বনিজার রহমান বাটুল, রেজাউল করিম রেজা, ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন পিষ্টন, পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামীম খান, যুবদল নেতা আব্দুল হালিম, রফিকুল ইসলাম, আব্দুল মান্নান পাখি, আব্দুল লতিফ, রেজাউল করিম দেল্লা, রাঙ্গা সরকার, সিপন, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম রানা, কৃষক দল নেতা বাদশাহ, ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, জিন্নাহুর রহমান রাকিব, শাহাদৎ হোসেন ও নিশাদ হোসেন।