বগুড়ার ধুনটে নারী ও শিশুদের প্রতি ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে তরুণ সমাজের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ধর্ষণসহ নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক অপূর্ণ রুবেল, ছাত্রদল নেতা আলম হাসান, জিন্নাহুর রহমান রাকিব, শিক্ষার্থী ফজলে রাব্বী, রাসেন মহমুদ, জিসান, রিদয় রাজু, তাইম, পিয়াস রাশেদ ও নোমান।
এ সময় উপস্থিত ছিলেন সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক শরিফুল ইসলাম খোকন ও ফজলে রাব্বী শুভ। বক্তারা বলেন, দেশে নারীদের ওপর সহিংসতা বেড়ে চলেছে, যা আমাদের সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করা যায় এবং একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হয়।