বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের চরখাদুলী গ্রামে প্রায় আট বছর ধরে শয্যাশায়ী ৭০ বছরের বৃদ্ধ শাহজাহান আলীকে হুইল চেয়ার ও ঈদ উপহার দিয়েছে স্বপ্নপূরণ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (১২ মার্চ) সকাল ১১টায় সংগঠনের সদস্যরা শাহজাহান আলীর বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার ও ঈদ উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুস ছালাম, জুনায়েদ আহম্মেদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, বরকত উল্লাহ আপাল, সুইট, মাইকেল, কোষাধ্যক্ষ মজনু শেখ, সহকারী কোষাধ্যক্ষ সুমন তালুকদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সহ-সম্পাদক রুহুল আমিন, ফজলে রাব্বি তালুকদার, আরিফুল ইসলাম, ইদ্রীস আলী, সাংগঠনিক সম্পাদক রাব্বি ও আরিফুল।
হুইল চেয়ারে বসে আনন্দ প্রকাশ করে শাহজাহান আলী বলেন, “টাকার অভাবে এতদিন চলাফেরা করতে পারিনি। এই হুইল চেয়ারটি আমার চলাচলের জন্য অনেক উপকারে আসবে। স্বপ্নপূরণ সংগঠনের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
হুইল চেয়ার পাওয়ার পর তিনি তাতে বসে বাড়ির আশপাশ ঘুরে দেখেন এবং দীর্ঘদিন পর মুক্তভাবে চলাফেরা করতে পারার আনন্দ প্রকাশ করেন।