বগুড়ার ধুনটে রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে আমজাদ হোসেন ফকিরসহ তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বুধবার দুপুরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল এ তথ্য নিশ্চিত করে বলেন, নিজ কার্যালয়ে গণশুনানি কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ওই অভিযোগের শুনানি করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৩ সালে স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠাকালে একই গ্রামের আবুল হোসেন ফকির নামে শিক্ষানুরাগী এক ব্যক্তি স্বেচ্ছায় বিদ্যালয়ের নামে ৫০ শতক জমি দানপত্র দলিল করে দেন। সেখানে পাকা ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে জমিদাতার ভাতিজা, একই গ্রামের আমজাদ হোসেন ফকির দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জায়গা দখলের চেষ্টার ধারাবাহিকতায় ১০ এপ্রিল পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছেন। বিদ্যালয়ের জায়গায় স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় শিক্ষকদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে অবৈধ দখলদাররা।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফুল খাতুন বাদী হয়ে ১৩ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে রাঙ্গামাটি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে আমজাদ হোসেন ফকিরসহ ৬ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে আমজাদ হোসেন ফকির বলেন, জমিদাতার ওয়ারিশদের কাছ থেকে ক্রয়সূত্রে আমি ওই জমির মালিক হয়েছি। তাই বিদ্যালয়ের জায়গায় নয়, আমার জায়গায় আমি পাকা স্থাপনা নির্মাণ করছি।