বগুড়ার ধুনট উপজেলায় মুকুল চন্দ্র হাওয়ালদার নামে এক মৎস্যজীবির ইজারা বন্দোবস্ত নেওয়া সরকারি জলাশয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার ক্ষতিগ্রস্থ মৎস্যজীবি মুকুল চন্দ্র থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিলবাইশা সরকারি জলাময়টি মথুরাপুর-উলিপুর মৎস্যজীবি সমবায় সমিতির নামে ইজারা বন্দোবস্ত নিয়েছে মুকুল চন্দ্র হাওয়ারদার। ওই সমবায় সমিতির সভাপতি মুকুল চন্দ্র হাওয়ালদার মথুরাপুর গ্রামের তারাপদ হাওয়ালদারের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে ১৩ এপ্রিল বিকেল ৪টায় পেচিবাড়ি গ্রামের লালন চন্দ্র ও নরেন চন্দ্র হাওয়ালদার বিলবাইশা জলাশয়ের গঙ্গাঁপূজা অংশে বিষ প্রয়োগ করে। ফলে ওই জলাশয়ের মাছ মরে ভেসে উঠে। এতে ওই মৎস্যজীবির প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মুকুল চন্দ্র হাওয়ালদার বাদি হয়ে লালন চন্দ্র ও নরেন চন্দ্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে লালন চন্দ্র ও নরেন চন্দ্র হাওয়ালদারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।