বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ধুনট ব্লাড ব্যাংকের’ পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকেল ৫টায় সংগঠনটি এলাকার দুজন ছাত্রী এবং ৬ জন ছাত্রকে উপহার তুলে দেয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ধুনট ব্লাড ব্যাংক’ সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন মো: রাসেল মাহমুদ এবং সংগঠনের সদস্য মোঃ তৌফিক হাসান। তারা পরীক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন এবং তাদের জন্য শুভ কামনা জানান।
এ ধরনের উদ্যোগ এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহিত করবে এবং তাদের ভালো ফল অর্জনের জন্য প্রেরণা যোগাবে বলে মনে করেন স্থানীয়রা।