০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ধুনটে ধানের চারা উপড়ে ফেলে জমি দখলের চেষ্টা

বগুড়ার ধুনটে পূর্ব বিরোধের জের ধরে এক কৃষকের ক্ষেত থেকে রোরো ধানের চারা উপড়ে ফেলে জমি বেদখলের চেষ্টার অভিযোগে উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার দুপুর ১২টায় ক্ষতিগ্রস্থ ওই কৃষক হাফিজার রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছে। হাফিজার রহমান উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের মীর বক্সের ছেলে। এরআগে মঙ্গলবার রাত সাড়ে সাড়ে ১১টায় জোড়শিমুল গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এতে চরম হতাশায় ভুগছেন কৃষক হাফিজার রহমান ও তার পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক হাফিজার রহমানের সাথে প্রতিবেশী আছমত আলীর ছেলে আলতাব হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। চলতি মৌসুমে হাফিজার রহমান বিবাদমান ১৯ শতক জমিতে বোরো ধানের চারা রোপন করেছেন। এ অবস্থায় আলতাব হোসেন ও তার লোকজন মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ওই ১৯ শতক জমির বোরো ধানের চারা উপড়ে ফেলে বেদখলের চেষ্টা করছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক হাফিজার রহমান বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। ওই অভিযোগে আলতাব হোসেন সহ ৪ জনকে আসামি করা হয়েছে। প্রতিপক্ষের লোকজনের সঙ্গে এই জমি নিয়ে পূর্বে একাধিকবার বিচার শালিস হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। এবিষয়ে সরেজমিন গিয়ে অভিযুক্ত আলতাব হোসেন ও তার লোকজনকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে ক্ষতিগ্রস্থ কৃষক হাফিজার রহমান বলেন, অনেক কষ্ট করে ধানের চারা কিনে জমিতে রোপণ করেছি। জমিতে পানি দিতে এসে দেখি রাতে জমির সব চারা উপড়ে ফেলেছে। তারা আমার মধ্যে সম্পত্তি পেয়ে থাকলে সালিশ ব্যবস্থার মাধ্যমে বুঝে নিবে। কিন্ত তারা কোনো সালিশ ব্যবস্থায় না বসে শুধু প্রভাব খাটিয়ে জমি দখলের পাঁয়তারা করে আসছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ক্ষতিগ্রস্ত কৃষক এ বিষয়ে একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে ধানের চারা উপড়ে ফেলে জমি দখলের চেষ্টা

১০:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনটে পূর্ব বিরোধের জের ধরে এক কৃষকের ক্ষেত থেকে রোরো ধানের চারা উপড়ে ফেলে জমি বেদখলের চেষ্টার অভিযোগে উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার দুপুর ১২টায় ক্ষতিগ্রস্থ ওই কৃষক হাফিজার রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছে। হাফিজার রহমান উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের মীর বক্সের ছেলে। এরআগে মঙ্গলবার রাত সাড়ে সাড়ে ১১টায় জোড়শিমুল গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এতে চরম হতাশায় ভুগছেন কৃষক হাফিজার রহমান ও তার পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক হাফিজার রহমানের সাথে প্রতিবেশী আছমত আলীর ছেলে আলতাব হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। চলতি মৌসুমে হাফিজার রহমান বিবাদমান ১৯ শতক জমিতে বোরো ধানের চারা রোপন করেছেন। এ অবস্থায় আলতাব হোসেন ও তার লোকজন মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ওই ১৯ শতক জমির বোরো ধানের চারা উপড়ে ফেলে বেদখলের চেষ্টা করছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক হাফিজার রহমান বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। ওই অভিযোগে আলতাব হোসেন সহ ৪ জনকে আসামি করা হয়েছে। প্রতিপক্ষের লোকজনের সঙ্গে এই জমি নিয়ে পূর্বে একাধিকবার বিচার শালিস হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। এবিষয়ে সরেজমিন গিয়ে অভিযুক্ত আলতাব হোসেন ও তার লোকজনকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে ক্ষতিগ্রস্থ কৃষক হাফিজার রহমান বলেন, অনেক কষ্ট করে ধানের চারা কিনে জমিতে রোপণ করেছি। জমিতে পানি দিতে এসে দেখি রাতে জমির সব চারা উপড়ে ফেলেছে। তারা আমার মধ্যে সম্পত্তি পেয়ে থাকলে সালিশ ব্যবস্থার মাধ্যমে বুঝে নিবে। কিন্ত তারা কোনো সালিশ ব্যবস্থায় না বসে শুধু প্রভাব খাটিয়ে জমি দখলের পাঁয়তারা করে আসছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ক্ষতিগ্রস্ত কৃষক এ বিষয়ে একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।