বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মানিক পোটল গ্রামে শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রকল্পের উদ্বোধন ও দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ৩০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় মানিক পোটল দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অত্র ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের কেন্দ্রীয় বায়তুমাল সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন। শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল বাছেদের সভাপতিত্বে ও অত্র ফাউন্ডেশনের শিক্ষা ও গবেষণা বিভাগের পরিচালক ডা. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের বিজ্ঞান সম্পাদক ডা. উসামা রাইয়ান, ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. লিয়াকত হোসাইন, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, শেরপুর উপজেলা জামায়াতের আমীর দবিবুর রহমান, ধুনট উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, মানিক পোটল দাখিল মাদ্রাসার সুপার খলিলুর রহমান, বগুড়া জেলা ছাত্রশিবিরের পূর্ব সভাপতি জুবায়ের আহম্মাদ নাহিদ, পশ্চিম সভাপতি সাইয়্যেদ কতুব শাব্বির, শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চিকিৎসা বিভাগের পরিচালক ডা. আনোয়ারুল ইসলাম ও শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি আলমগীর হোসাইন।
০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
ধুনটে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রকল্পের উদ্বোধন
-
বাবুল ইসলাম
- ১১:১৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- 147
জনপ্রিয়