০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ধুনটে ঈদের আগে অটোরিকশা চালকদের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় ঈদের সময়ে সিএনজি চালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। ঈদের তিন দিন আগে থেকে কোন ঘোষণা ছাড়াই চালকরা যাত্রীদের ভাড়া বৃদ্ধি করেছে। এতে যাত্রীরা নানা সমস্যায় পড়ছেন এবং অনেক সময় বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে জানা যায়, ধুনট থেকে বগুড়া, শেরপুর, সোনামুখী, ঢেকুরিয়া, গোসাইবাড়ি, জোড়শিমুল, সোনাহাটা ও মথুরাপুর সড়কে প্রতিদিন প্রায় ৫০০ সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে। এসব রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। তবে অটোরিকশা স্ট্যান্ডগুলোতে কোন নির্ধারিত ভাড়া তালিকা নেই, যার কারণে চালকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন।

ধুনট থেকে বগুড়া ৮০ টাকা, শেরপুর ৪০ টাকা, সোনাহাটা ২৫ টাকা, সোনামুখী ১৫ টাকা এবং মথুরাপুর, গোসাইবাড়ি ও ঢেকুরিয়া সড়কে ৩০ টাকা করে আদায় করা হতো। তবে ঈদের সময় এসব সড়কে ১০-২০ টাকা বেশি নেওয়া হচ্ছে এবং বিশেষ করে সন্ধ্যার পর ভাড়া দ্বিগুণ হয়ে যায়। অধিকাংশ যাত্রীরা অভিযোগ করছেন, অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করলে তারা মারধরের শিকার হচ্ছেন।

এছাড়া, অনেক অটোরিকশায় লাইসেন্সবিহীন চালক থাকায় সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সিএনজি চালকরা জানায়, ঈদ উপলক্ষে একটু বেশি ভাড়া নেয়া হচ্ছে, তবে তারা যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন না।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ঈদের বকসিসের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে পরিবহনের চালকদের সতর্ক করা হয়েছে এবং আরও বাড়তি ভাড়া আদায় করা হলে ইউএনও’র সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে ঈদের আগে অটোরিকশা চালকদের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

১১:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় ঈদের সময়ে সিএনজি চালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। ঈদের তিন দিন আগে থেকে কোন ঘোষণা ছাড়াই চালকরা যাত্রীদের ভাড়া বৃদ্ধি করেছে। এতে যাত্রীরা নানা সমস্যায় পড়ছেন এবং অনেক সময় বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে জানা যায়, ধুনট থেকে বগুড়া, শেরপুর, সোনামুখী, ঢেকুরিয়া, গোসাইবাড়ি, জোড়শিমুল, সোনাহাটা ও মথুরাপুর সড়কে প্রতিদিন প্রায় ৫০০ সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে। এসব রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। তবে অটোরিকশা স্ট্যান্ডগুলোতে কোন নির্ধারিত ভাড়া তালিকা নেই, যার কারণে চালকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন।

ধুনট থেকে বগুড়া ৮০ টাকা, শেরপুর ৪০ টাকা, সোনাহাটা ২৫ টাকা, সোনামুখী ১৫ টাকা এবং মথুরাপুর, গোসাইবাড়ি ও ঢেকুরিয়া সড়কে ৩০ টাকা করে আদায় করা হতো। তবে ঈদের সময় এসব সড়কে ১০-২০ টাকা বেশি নেওয়া হচ্ছে এবং বিশেষ করে সন্ধ্যার পর ভাড়া দ্বিগুণ হয়ে যায়। অধিকাংশ যাত্রীরা অভিযোগ করছেন, অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করলে তারা মারধরের শিকার হচ্ছেন।

এছাড়া, অনেক অটোরিকশায় লাইসেন্সবিহীন চালক থাকায় সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সিএনজি চালকরা জানায়, ঈদ উপলক্ষে একটু বেশি ভাড়া নেয়া হচ্ছে, তবে তারা যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন না।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ঈদের বকসিসের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে পরিবহনের চালকদের সতর্ক করা হয়েছে এবং আরও বাড়তি ভাড়া আদায় করা হলে ইউএনও’র সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।