বগুড়া জেলার ধুনট উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের শিক্ষার্থীদের পাশে থাকার ধারাবাহিকতায় এই আয়োজন করা হয়।
ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতা আরেফিন আহম্মদ খালিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের রাকিবুল হাসান রকি, মুশফিক হাসান, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের নাহিদ হাসান নিরব ও মিকদাত হক, ধুনট সরকারি কলেজ ছাত্রদলের মুজাহিদ হাসান, সাদমান রিফা ও জিসান।
এই সময় পরীক্ষার্থীরা ছাত্রদলের এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।