বিগত বছরের মতো এবছরও ঈদুল ফিতরের উৎসবে বেশ কয়েকটি নাটক নিয়ে আসছেন তরুণ নাট্যকার অপূর্ণ রুবেল (হাবিবুল্লাহ সিদ্দিক)। প্রতিটি নাটকের গল্পই একে অপরের থেকে আলাদা। এগুলো নির্মাণ করেছেন এই সময়ের তরুণ ও গুণী পরিচালকরা।
অপূর্ণ রুবেল জানান, বছরের বিভিন্ন সময়ে নাটকগুলোর শুটিং হয়েছে। গল্প ও চরিত্রের ভিন্নতার কারণে প্রতিটি নাটক দর্শকদের ভালো লাগবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি জানান, নব্বই দশকের প্রেমের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ও পাষাণী’। এক গ্রামে ব্যাটারি চালিত সাদাকালো টেলিভিশনকে ঘিরে দুই তরুণ-তরুণীর প্রেম ও বিরহের গল্প দেখা যাবে এতে। এটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক সেলিম রেজা। অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা। নাটকটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন, রাত ১১:৩০ মিনিটে আরটিভিতে।
অপূর্ণ রুবেলের রচনায় গুণী পরিচালক তুহিন হোসেন নির্মাণ করেছেন ‘বিথী পরিবহন’ নামের একটি টেলিফিল্ম। নারীর ক্ষমতায়ন ও বেঁচে থাকার সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। এতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, মায়মুনা মম, শিবলু,সহ আরও অনেকে। টেলিফিল্মটি প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন, দুপুর ২:০০টায় এনটিভিতে।
এক জোড়া তরুণ-তরুণীর পালিয়ে যাওয়ার পর তাদের পরিবারে যে অস্থিরতা সৃষ্টি হয়, সেটিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘পালিয়ে যাওয়ার পরে’। শাব্দিক শাহিনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আরশ খান, মাহিমা ও সিয়ামসহ অনেকে। এটি প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন, সন্ধ্যা ৭:০০টায় দীপ্ত টিভিতে।
তরুণ জনপ্রিয় নির্মাতা রাফাত মজুমদার রিংকু নির্মাণ করেছেন নাটক ‘হতাহতের ঘটনা ঘটেনি’। ছোট্ট শিশুকে নিয়ে একটি পরিবারের বেঁচে থাকার লড়াইকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এটি। অভিনয় করেছেন খায়রুল বাসার, সামিরা খান মাহি ও তুরজাউন সাধ্যসহ অনেকে। নাটকটি প্রচারিত হবে ঈদের সপ্তম দিন, বিকেল ৪:৩০ মিনিটে চ্যানেল আইতে। পরে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে নাটকটি।
‘তুমি যাকে ভালোবাসো’ নামের বড় বাজেটের নাটকটি নির্মাণ করেছেন আবুল খায়ের চাঁদ। নাটকটির গল্প লিখেছেন জনপ্রিয় লেখক কিঙ্কর আহসান, আর সংলাপ লিখেছেন অপূর্ণ রুবেল। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, কিঙ্কর আহসানসহ অনেকে। নাটকটি প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন, রাত ১০:২০ মিনিটে মাছরাঙা টিভিতে এবং পরদিন সিএমভি’র ইউটিউব চ্যানেলে দেখা যাবে।