০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ধুনটে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুরের বাসভবনে রবিবার দুপুর ২টায় দরিদ্র, অসহায়, দুস্থ ও বিধবা মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রায় তিন শতাধিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেওয়া হয়।

জুবায়ের হোসেন জুয়েলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোঃ রবিউল হাসান মণ্ডল। আমিনুল ইসলাম পলাশের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামিম হোসেন সরকার, নুর মোহাম্মাদ জুয়েল, আমির হোসেন, এসএম আনোয়ারুল হক ইকবাল, আজিজুল হক বাবু, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মোঃ রবিউল হাসান মণ্ডল বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা চাল, তেল, চিনি, সেমাই ও লাচ্ছা বিতরণ করেছি। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আত্মিক শান্তি অনুভব করছি। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখতে চাই।” পাশাপাশি তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম আরও প্রসারিত করার আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

০৩:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুরের বাসভবনে রবিবার দুপুর ২টায় দরিদ্র, অসহায়, দুস্থ ও বিধবা মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রায় তিন শতাধিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেওয়া হয়।

জুবায়ের হোসেন জুয়েলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোঃ রবিউল হাসান মণ্ডল। আমিনুল ইসলাম পলাশের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামিম হোসেন সরকার, নুর মোহাম্মাদ জুয়েল, আমির হোসেন, এসএম আনোয়ারুল হক ইকবাল, আজিজুল হক বাবু, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মোঃ রবিউল হাসান মণ্ডল বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা চাল, তেল, চিনি, সেমাই ও লাচ্ছা বিতরণ করেছি। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আত্মিক শান্তি অনুভব করছি। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখতে চাই।” পাশাপাশি তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম আরও প্রসারিত করার আহ্বান জানান।