বগুড়ার ধুনটে বন্ধুদের বাঁধনে মিলিত হয়ে অনুষ্ঠিত হলো এসএসসি ২০০০ ব্যাচের মহামিলন ও ইফতার মাহফিল। শুক্রবার ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন ২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।
দীর্ঘ ২৫ বছর পর পুরনো শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসার সুযোগ পেয়ে বন্ধুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেল থেকেই একে একে মিলিত হন ব্যাচের শিক্ষার্থীরা। পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও পুরনো দিনের স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজ্জামেল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তাঁদের উপস্থিতিতে মিলনমেলা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ করে শিক্ষক মোজ্জামেল হক শিক্ষার্থীদের সঙ্গে অতীত দিনের স্মৃতি ভাগ করে নেন এবং তাঁদের সাফল্য দেখে আনন্দ প্রকাশ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতারের পর বন্ধুত্বের বন্ধনে এসএসসি ২০০০ ব্যাচের পক্ষ থেকে এক অসহায় বাবাকে মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মিলনমেলায় বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ে ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজনের আহ্বান জানানো হয়।