ঈদ মানেই খুশি, আনন্দ আর উদযাপন। তবে এই আনন্দ যদি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে কি তা পূর্ণতা পায়? তাই উপার্জিত অর্থ দিয়ে শুধু নিজের চাহিদা মেটানোই নয়, দরিদ্র পরিবার ও সমাজের পাশে দাঁড়াচ্ছে আশার আলো গরিবের বন্ধু নামে স্বেচ্ছাসেবী সংগঠন।
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও বগুড়ার ধুনটের উলিপুর গ্রামে হতদরিদ্র ২০০টি পরিবারে মোরগ-পোলাও খাবারের ব্যবস্থা করেছে সংগঠনটি। শনিবার এসব খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
সংগঠনের সদস্য মুনসুর আলী-এর সঞ্চালনায়, সফল উদ্যোক্তা মোজাফ্ফর আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, মথুরাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম ও জামায়াত নেতা আব্দুর রহিম সিকদার।
ঈদের দিনের জন্য উন্নত খাদ্যসামগ্রী পেয়ে হাসি ফুটে উঠেছে গরিব মানুষের মুখে।