বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত ধুনট এর ১০১ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মুজাহিদ হাসানকে সভাপতি ও নাহিদ হাসান নিরবকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১টায় অত্র কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্য হলেন রাজিন সালেহ আকরাম, নাজমুস সাকিব প্রকাশ, ফজলে রাব্বীকে সহসভাপতি, সাদমান রিফা, জাকারিয়া আহম্মেদ, জিসান আহমেদকে যুগ্ম সম্পাদক, আব্দুল্লাহ আল মারুফ সামিকে সাংগঠনিক সম্পাদক, তাজবিউল হাসান মুরাদকে দপ্তর সম্পাদক, রোহানুল ইসলাম জোহাকে প্রচার সম্পাদক, মনির হাসানকে শিক্ষা বিষয়ক সম্পাদক, রিয়াদ হাসানকে স্বাস্থা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদকে ক্রিয়া সম্পাদক, রিদুয়ান ইসলাম শান্তকে সাংস্কৃতিক সম্পাদক, নাফিস ইসলামকে পরিবেশ সম্পাদক, মুহাম্মাদ রাকিবকে ত্রাণ সম্পাদক, নাইম আকন্দকে ধর্ম সম্পাদক, আরমান হোসেন জয়কে কৃষি সম্পাদক, সোহান মল্লিকে সাহিত্য প্রকাশনা, খালিদ আহম্মেদকে কার্য নির্বাহী সদস্য ও আরিফ, রকি, মিকদাত, শরিফুল,মুশফিক, মিশন, আতিকুর রহমান, আব্দুল্লাহ আল শাফিন, সামায়ন ইসলাম, আহসান হাবিব, ইসমাইল হোসেন, শুভ, পিয়াস সাহা, আশিক, নাইম, আসিফ, নিশাদ, কাফি,আরমান, নাবিল, প্রতিক, তালহা, নাহিদ, মাহি, লিখনকে সদস্য করে এ কমিটি অনুমোদ করা হয়।