বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সকাল ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এরপর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং সকাল ৯টায় ধুনট সরকারি নইমউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা এস. এম. ফেরদৌস আলম।