বগুড়ার ধুনটে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা ও জীবিকায়ন জোরদারকরণ প্রকল্পের আওতায় এবং বেসরকারি সংস্থা মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে ২৩ জন প্রশিক্ষণার্থীর মাঝে বিনামূল্যে ইলেকট্রিক উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের গোসাইবাড়ি শাখার আয়োজনে এবং মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশ-এর সহযোগিতায় উপকরণ বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক এটিএম আব্দুস সাত্তার।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ইয়াকুব আলী, মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের প্রকল্প কর্মকর্তা আবুল বাশার, মাঠ সংগঠক আব্দুর রাজ্জাক, শামীমা আক্তার, চন্দনা বালা, বাফায়েল মার্জী, প্রশিক্ষণার্থী মনির হোসেন ও মরিয়ম খাতুন।
উল্লেখ্য, মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের উদ্যোগে গত দুই মাসব্যাপী এই ২৩ জন প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে ইলেকট্রিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে ইলেকট্রিক কাজে ব্যবহৃত ১৪ প্রকার ইলেকট্রিক উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়।