বগুড়ার ধুনট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব-উল-হক রনজু ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরাফাত রহমান জনির সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম। কর্মী সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জ্বল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, শফিকুল ইসলাম মুক্তা, এম এম বজলুর করিম টোটন, মোখলেছুর রহমান, মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, ইমতিয়াজ পারভেজ সেতু, যুগ্ম সম্পাদক ফজলে রাব্বী সেতু, শাহ আল-আমিন সরকার, আসিফ মাহমুদ, ফয়সাল রহমান শুভ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ, স্বেচ্ছাসেবক দল নেতা রজিব উদ্দিন ও এস এম রানা।