ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বগুড়ার ধুনট উপজেলায় সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুর সোয়া ২টায় ধুনট কেন্দ্রীয় ঈদগাঁ মসজিদের প্রধান গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট শাখার যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন—
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম রবি
সভাপতি হাফেজ মাওলানা আতিকুর রহমান
বাংলাদেশ খেলাফত মজলিস ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী এনামুল হক আরেফী
ধুনট বাজার মসজিদের খতীব মুফতী ফয়জুল্লাহ কাসেমী
বাংলাদেশ জামাতে ইসলামী ধুনট উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক আব্দুল কারীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুফতী শাহাদাত হোসেন
প্রতিবাদ সমাবেশ শেষে ধুনট ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম বিশেষ দোয়া পরিচালনা করেন।