বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন বলেছেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। দাফন হয়েছে দিল্লিতে। মুর্দা শেখ হাসিনা মাঝে মাঝে কথা বলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টা কখনও সফল হবে না।
তিনি আরও বলেন, ছাত্রজনতা রক্ত দিয়েছে এই দেশে হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য। তারা জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উচিত অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।
সোমবার বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক সাইফুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বিএনপির নেতা মোশারফ হোসেন, মাহফুজার রহমান, রাসেল মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, ওসমান গণি, ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন পিষ্টন, শিক্ষক আব্দুর রউফ, পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামীম খান, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, আব্দুল মান্নান পাখি, তারেকুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, লালন মিয়া, মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, রকিবুল হাসান রকি, সাইদুজ্জামান নোমান, শাহাদৎ হোসেন ও আসাদুল ইসলাম আসাদ।