বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের সব মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। দেশের অর্ধেক জনসংখ্যা নারী, তাই নারী ক্ষমতায়নের লক্ষ্যেও বিএনপি কাজ করবে। সাধারণ মানুষ বর্তমানে বিএনপির দিকে তাকিয়ে আছে, কারণ একমাত্র বিএনপিই তাদের আশার স্থল।
তিনি বলেন, “শেখ হাসিনা সরকার শুধু নিজেদের স্বার্থে বিদেশে শত শত বাড়ি করেছেন এবং নিজেরা অর্থের মালিক হয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশের সকল মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। জনগণের সরকার ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। সাধারণ জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। জনগণের সরকার ক্ষমতায় থাকলে জবাবদিহিতা নিশ্চিত হবে।”
বুধবার বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান আলী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নুরুন্নবী আকন্দ, বিএনপির নেতা টিএম আবুল কালাম আজাদ, হাদিউজ্জামান হাদি, ফজলুল হক বাবু, জাহাঙ্গীর আলম, রেজাউর করিম দুলাল, সাজ্জাদ হোসেন, ওসমান গণি, বেলাল হোসেন, বদিউজ্জামান তালুকদার মিন্টন, হারুন অর রশিদ হারুন, রেজা আহম্মেদ, যুবদল নেতা আব্দুল হালিম, মোহাম্মদ আলী জন, রফিকুল ইসলাম, বিপুল হাসান, আব্দুল হান্নান, সেলিম রেজা পলাশ, রাজু আহম্মেদ, আল মাহমুদ টুলু, আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম রানা, জয়নাল আবেদীন, শামীম আহম্মেদ, উপজেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর সবুর রনজু, ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, জিন্নাউর রহমান রাকিব, বিপ্লব আহম্মেদ ও আল আমিন।