বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন বলেছেন, “আমাদের লক্ষ্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বিএনপি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিএনপি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করেছে, তা আংশিকভাবে সফল হয়েছে। আমরা একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি। তবে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী হতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি উদার রাজনৈতিক দল, যা এ দেশের মানুষের সাংবিধানিক অধিকার, মানবাধিকার ও ভোটাধিকার রক্ষায় সংগ্রাম করে যাচ্ছে। জনগণের সমর্থন হারিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের বিরুদ্ধে বিএনপি সবসময় সংগ্রাম করে আসছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে, আমরাও সংস্কার চাই। একই সঙ্গে জনগণের সরকারও চাই।”
মঙ্গলবার বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতারের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাণ্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বাদশাহ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বিএনপির নেতা মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম, আতিকুল করিম আপেল, রবিউল ইসলাম ছাচ্চু, ভুলু জমিদার, আনিছুর রহমান, শহিদুল ইসলাম টিটু, হারুন রশিদ হারুন, জহুরুল ইসলাম, সিদ্দিক হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল আলিম মিঠু, যুবদল নেতা আব্দুল হালিম, মোহাম্মদ আলী জন, ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, বিপুল হাসান, সুমন হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম রানা, মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর সবুর রনজু, উপজেলা ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, জিন্নাহুর রহমান রাকিব, আশিকুর কবির স্বরণ, শাহাদৎ হোসেন, আশাদুল ইসলাম আসাদ, মিজানুর রহমান ও ওমর ফারুক।