আরও একবার বড় আসরের ফাইনালে স্বপ্নভঙ্গ হলো নিউজিল্যান্ডের। দুর্দান্ত লড়াই করেও শেষ হাসি হাসতে পারলো না কিউইরা। ইতিহাসের প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত।
দুবাইয়ে রোমাঞ্চকর ফাইনালে এক ওভার হাতে রেখেই নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। এর আগে ২০১৩ সালে এককভাবে এবং ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিল ভারত।
ফাইনালে ২৫২ রানের লক্ষ্যে নেমে উড়ন্ত সূচনা করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৪১ বলেই ফিফটি তুলে নেওয়া রোহিত ৮৩ বলে ৭৬ রান করেন। উদ্বোধনী জুটিতে শুভমান গিলের (৩১) সঙ্গে ১০৫ রান যোগ করেন তিনি।
তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে নিউজিল্যান্ড। বিরাট কোহলি (১) ও রোহিত শর্মাকে হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। এরপর শ্রেয়াস আইয়ার (৪৮) ও অক্ষর প্যাটেল (২৯) দেখেশুনে দলকে এগিয়ে নেন। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ১৮ বলে ১৮ রানের কার্যকরী ইনিংস ভারতকে জয়ের কাছে নিয়ে যায়। বাকি কাজটুকু সারেন লোকেশ রাহুল (৩৪*) ও রবীন্দ্র জাদেজা (৬*)।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৫১ রান করে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের ১০১ বলে ৬৩ ও মাইকেল ব্রাসওয়েলের ৪০ বলে অপরাজিত ৫৩ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় কিউইরা। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।
ফাইনালের এই জয়ে ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা সংখ্যা তিনে উন্নীত করলো, যা ইতিহাসে প্রথমবার।