বগুড়ার ধুনট উপজেলায় ৪৯ হাজার ৩৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৩ হাজার ৩৩০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সারা দেশের মতো আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উপজেলার ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ২৪১টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
রোববার (৯ মার্চ) সকাল ১১টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদিরের সভাপতিত্বে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নুরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল করিম, মেডিকেল টেকনোলজিস্ট রুহুল আমীন, স্বাস্থ্য পরিদর্শক শরিফুল ইসলাম ও আব্দুল মোত্তালেব।