বগুড়ার ধুনট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ধুনট শহরের ফ্রেন্ডস ক্যাফে এ্যান্ড চাইনিজ রেষ্টুরেন্টে ইফতার পূর্ব প্রেসক্লাবের সংগঠনিক বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসসভাপতি মাসুদ রানা, যুগ্ম সম্পাদক প্রভাষক জাহিদুল ইসলাম, কোষাধক্ষ্য জহুরুল ইসলাম মল্লিক, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, সদস্য রাসেল মাহমুদ, ইমদাদুল হক ইমরান, বাবুল ইসলাম ও তরিকুল ইসলাম।