বগুড়ার ধুনট পৌর এলাকার ১, ৩, ৪, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব বিএনপির দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর শ্রমিকদলের সভাপতি দুলাল শেখের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বিএনপির নেতা মোশারফ হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক রুহুল আমীন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাবলু প্রামাণিক, মুনজুরুল ইসলাম মণ্ডল, মমতাজ আকন্দ, আমিনুল ইসলাম ও রাজ্জাককে সভাপতি এবং আবেদ আলী সেখ, ছানোয়ার হোসেন, শিপন, সুমন আকন্দ ও নাছিম প্রামাণিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১, ৩, ৪, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়।