বগুড়ার ধুনট উপজেলার আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা। সভাপতিত্ব করেন আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহুরুল হাসান বিপ্লব।
আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান মশির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদত হোসেন পিষ্টন, আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফুল খাতুন, সাংবাদিক মাসুদ রানা, বিএনপি নেতা আইয়ুব আলী, জিএম সম্রাট, জহুরুল ইসলাম, আব্দুল আলিম মিঠু, জাহাঙ্গীর আলম, মাহফুজার রহমান, বনিজার রহমান বাটুল, শিক্ষক আব্দুল বারীক, যুবদল নেতা রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, শাহাদত হোসেন, শিক্ষার্থী সুমাইয়া খাতুন ও মারুফ হোসেন।