ধুনটের উচ্চশিক্ষারত শিক্ষার্থীদের সংগঠন “ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ধুনট” আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান।
এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হানিফ আল-ইমরান (ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. ইয়ামিম ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়), ইমতিয়াজ বুলবুল (কুষ্টিয়া মেডিকেল কলেজ), সাংগঠনিক সম্পাদক রাশেদ মনসুর বাবু (রুয়েট), মো. ফিরোজ আহমেদ (ঢাকা বিশ্ববিদ্যালয়), মোছা. রিংকি আক্তার (সরকারি আজিজুল হক কলেজ), দপ্তর সম্পাদক আব্দুল মালেক (রাজশাহী বিশ্ববিদ্যালয়)।
সংগঠনের সাবেক সভাপতি মো. সাগর মাহমুদ (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও সাধারণ সম্পাদক কে. এম. জমজম হাসান আলিফ (রুয়েট) নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন।