আগামী ১৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির জনসমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি নেতা আব্দুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল।
বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল, বিএনপি নেতা ময়নুল হাসান মুকুল, এনামুল হক শাহীন, ধুনট উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যাপক নূরে আলম জুয়েল, বিএনপি নেতা রেজাউর করিম টুন্টু, জাকির হোসেন জুয়েল, আবুল কালাম আজাদ, শফিউল হক শফি, হাসেন আলী, আব্দুল আলিম, শফিকুল ইসলাম, খোরশেদ আলম, আতাউর রহমান পলাশ, নাজমুল হক, যুবদল নেতা মনিবুর রহমান, মাহমুদুল হাসান সুমন, জাহিদুল ইসলাম মধু, মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব-উল-হক রঞ্জু, ছাত্রদল নেতা আলম হাসান, রাসেল মাহমুদ, মিলন মিয়া ও অপূর্ব।