০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ধুনটে প্রতারণার অভিযোগে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় প্রতারণার অভিযোগে করা মামলায় আব্দুস সামাদ (২০) নামে এক ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আব্দুস সামাদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাহাড়পুর নামাজ গ্রামের হাসেম আলীর ছেলে। এর আগে, সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার মোকামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, ধুনট সদরপাড়ার মনিন্দ্রনাথ সরকারের ছেলে প্রদেশ কুমারের ধুনট শহরের সোনামুখী সড়কের মুসলিম খান কমপ্লেক্সে “প্রদেশ টেলিকম” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ৩ জানুয়ারি মোবাইল ফোনে আব্দুস সামাদ নিজেকে নুরুজ্জামান নামে পরিচয় দিয়ে দাবি করে, সে বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টে সেনা সদস্য পদে কর্মরত। এরপর, প্রদেশের কাছে একটি পুরাতন মোবাইল ফোন বিক্রির প্রস্তাব দেয় আব্দুস সামাদ। একপর্যায়ে ৪ জানুয়ারি সন্ধ্যায় আব্দুস সামাদ ধুনট শহরে প্রদেশের দোকানে এসে ৫৪ হাজার টাকায় পুরাতন ফোনটি বিক্রি করে।

পরবর্তীতে, বগুড়ার গাবতলী থানার জিডির (সাধারণ ডায়েরি) ভিত্তিতে জানা যায়, ফোনটি ছিনতাইকৃত ছিল। এরপর ৮ ফেব্রুয়ারি পুলিশ প্রদেশ কুমারের কাছ থেকে সেটি উদ্ধার করে নিয়ে যায়। মূলত, আব্দুস সামাদের ওই ফোনটি ছিনতাইকৃত ছিল। এ ঘটনায় প্রদেশ কুমার বাদী হয়ে আব্দুস সামাদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আব্দুস সামাদকে গ্রেপ্তার করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, প্রতারণার মামলায় আব্দুস সামাদকে কারাগারে পাঠানো হয়েছে। তবে, সে আরও কোনো অপরাধের সাথে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে প্রতারণার অভিযোগে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার

০৭:০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় প্রতারণার অভিযোগে করা মামলায় আব্দুস সামাদ (২০) নামে এক ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আব্দুস সামাদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাহাড়পুর নামাজ গ্রামের হাসেম আলীর ছেলে। এর আগে, সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার মোকামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, ধুনট সদরপাড়ার মনিন্দ্রনাথ সরকারের ছেলে প্রদেশ কুমারের ধুনট শহরের সোনামুখী সড়কের মুসলিম খান কমপ্লেক্সে “প্রদেশ টেলিকম” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ৩ জানুয়ারি মোবাইল ফোনে আব্দুস সামাদ নিজেকে নুরুজ্জামান নামে পরিচয় দিয়ে দাবি করে, সে বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টে সেনা সদস্য পদে কর্মরত। এরপর, প্রদেশের কাছে একটি পুরাতন মোবাইল ফোন বিক্রির প্রস্তাব দেয় আব্দুস সামাদ। একপর্যায়ে ৪ জানুয়ারি সন্ধ্যায় আব্দুস সামাদ ধুনট শহরে প্রদেশের দোকানে এসে ৫৪ হাজার টাকায় পুরাতন ফোনটি বিক্রি করে।

পরবর্তীতে, বগুড়ার গাবতলী থানার জিডির (সাধারণ ডায়েরি) ভিত্তিতে জানা যায়, ফোনটি ছিনতাইকৃত ছিল। এরপর ৮ ফেব্রুয়ারি পুলিশ প্রদেশ কুমারের কাছ থেকে সেটি উদ্ধার করে নিয়ে যায়। মূলত, আব্দুস সামাদের ওই ফোনটি ছিনতাইকৃত ছিল। এ ঘটনায় প্রদেশ কুমার বাদী হয়ে আব্দুস সামাদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আব্দুস সামাদকে গ্রেপ্তার করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, প্রতারণার মামলায় আব্দুস সামাদকে কারাগারে পাঠানো হয়েছে। তবে, সে আরও কোনো অপরাধের সাথে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।