বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য কাজ করছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার দ্রুততম সময়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। তিনি আরও জানান, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সংস্কার ও রোডম্যাপ ঘোষণা করা হবে।
বিএনপি মহাসচিব বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে সরকারকে অবহিত করা হয়েছে। একইসঙ্গে, রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় সরকারের আগে কোনো স্থানীয় নির্বাচন হবে না, এটি বিএনপির স্পষ্ট অবস্থান। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।