কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনটে ছাত্রদলের আয়োজনে “মার্চ ফর জাস্টিস” এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় ধুনট সরকারি ডিগ্রি কলেজ ও সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আলম হাসান, রকিবুল হাসান রকি, সাইদুজ্জামান নোমান, জিন্নাহুর রহমান রাকিব, শাহাদৎ হোসেন, রাসেল মাহমুদ, মিশুক বাবু সম্রাট, একে মিনু, রবিউল ইসলাম রতন, বিপ্লব হাসান, আসাদুল ইসলাম, হাসান মাহমুদ অপূর্ব, মিলন মিয়া, শাকিল আহমেদ, বোরহান শেখ, মিশন শাহরিয়ার ও ফারুক হাসান প্রান্ত।