বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য জেল হক আকন্দ (৬৫) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। সোমবার সকাল ১০টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার নলডাঙ্গা গ্রামের মহির উদ্দিন আকন্দের ছেলে।
বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা শেষে নলডাঙ্গা জান্নাতুল বাকী কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবদল নেতা শাহাদৎ হোসেন পিষ্টন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক জিএম সম্রাট, ইউপি সদস্য নূর ইসলাম, বজলুর রশিদ বাচ্চু, রোকনুজ্জামান রঞ্জু প্রমুখ।