বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৫-এর পর্দা উঠেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বইমেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
এ বছরের বইমেলার প্রতিপাদ্য ‘জুলাই গণঅভ্যুত্থান : নতুন বাংলাদেশ নির্মাণ’।
৭০৮টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৯৯টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ৬০৯টি সোহরাওয়ার্দী উদ্যানে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মেলায় ৩৭টি প্যাভিলিয়ন থাকবে, যার মধ্যে ১টি বাংলা একাডেমিতে এবং ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যানে।
লিটল ম্যাগাজিন কর্নার এবারও সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত মঞ্চের কাছে গাছের নিচে স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় ১৩০টি লিটল ম্যাগাজিনের স্টল থাকবে।
শিশুদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘শিশু প্রহর’ অনুষ্ঠিত হবে, তবে ৮ ও ১৫ ফেব্রুয়ারি ছাড়া।
এবারের বইমেলা পরিবেশবান্ধব ও শূন্য-বর্জ্য নীতিতে পরিচালিত হবে। অংশগ্রহণকারীদের প্লাস্টিকের পরিবর্তে টেকসই উপকরণ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।মেলা প্রতি কর্মদিবসে বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। দুপুরের খাবার ও নামাজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে। ২১ ফেব্রুয়ারি মেলা সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।