বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় বর্না খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীকে ফাঁকা রাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশায় অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
শনিবার অপহৃত স্কুলছাত্রীর বাবা, উপজেলার মহিশুরা গ্রামের আব্দুর রাজ্জাক, ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এই মামলার আসামিরা হলেন উপজেলার চরখুকমিয়া গ্রামের ছরোয়ার্দীর ছেলে মিরাজুল ইসলাম (২২)সহ ছয়জন।
মামলার সূত্রে জানা যায়, অপহৃত বর্না খাতুন গোপালনগর ইউকে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের পথে মিরাজুল ইসলাম তাকে প্রেমের প্রস্তাব দিতেন। কিন্তু মেয়েটি তার প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে মিরাজুল প্রায়ই মেয়েটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত।
এই অবস্থায়, ৬ জানুয়ারি সকাল ১১টার দিকে মেয়েটি বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মহিশুরা দরগা মাজার এলাকায় পৌঁছালে ফাঁকা রাস্তা থেকে মিরাজুল ও তার লোকজন মেয়েটিকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণ করে। মেয়েটিকে ফিরে পেতে তার স্বজনরা মিরাজুলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও ব্যর্থ হন, যার পরিপ্রেক্ষিতে তারা থানায় মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।