বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ি ইউনিয়নে মাসব্যাপী গ্রামীণ মেলায় যাত্রা-সার্কাস নিয়ে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে গ্রামীণ আনন্দ মেলায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার পুকুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে রবিন মিয়া (২০) ও ভুতবাড়ি গ্রামের কামাল মণ্ডলের ছেলে তাওহীদ হোসেন (২১)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবুর নামে মাসব্যাপী গ্রামীণ আনন্দ মেলার অনুমতি নেওয়া হয়। গত ৩১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই মেলার অনুমতি নিয়েছে আয়োজক কমিটি। গত ২ দিন ধরে মেলা আয়োজনের কার্যক্রম চলতে থাকে। আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হওয়ার কথা রয়েছে।
এ অবস্থায় শনিবার সকাল ১১টায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ভুতবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলম ও তার লোকজন মেলা প্রাঙ্গণে যান। সেখানে আয়োজক কমিটিকে জানানো হয়, মেলায় যাত্রা-সার্কাসে কোনো প্রকার অশ্লীল নাচগান পরিবেশন করা যাবে না। এ বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মেলা আয়োজক কমিটির লোকজনের হামলায় রবিন ও তাওহীদ আহত হন।
এ বিষয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বলেন, মেলায় যাত্রা-সার্কাসে অশ্লীল নাচগান না চালানোর জন্য বলার সাথে সাথেই আয়োজক কমিটির লোকজন হামলা চালিয়ে ২ জনকে আহত করেছে। আমরা এই মেলা বন্ধের দাবি করছি।
মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাসব্যাপী গ্রামীণ আনন্দ মেলার অনুমতি নেওয়া হয়েছে। রোববার থেকে মেলা শুরু করার প্রস্তুতি চলছে। এর আগেই যাত্রা-সার্কাসে অশ্লীলতার অজুহাত তুলে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মেলা ভাঙচুরের চেষ্টা করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আপাতত এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।