ক্রিকেট মাঠে দুই ভাইয়ের একসঙ্গে খেলা প্রায়শই দেখা গেলেও, আম্পায়ারিংয়ে এমন ঘটনা বিরল। তবে এবার বাংলাদেশ ক্রিকেটে তৈরি হতে যাচ্ছে এক নতুন ইতিহাস। বিপিএলে প্রথমবারের মতো দুই ভাই একসঙ্গে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় চিটাগাং কিংস ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে টিভি আম্পায়ার থাকবেন আলী আরমান রাজন, আর চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তার ছোট ভাই কামরুজ্জামান লিমন।
বিশ্ব ক্রিকেটে এমন দৃষ্টান্ত হাতেগোনা কয়েকবার দেখা গেছে। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ইরাসমাস ও কাইল হোল্ডস্টক একসঙ্গে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছিলেন। তবে বাংলাদেশ ক্রিকেটে এটি সম্পূর্ণ নতুন এক মাইলফলক।
ঢাকা পোস্টের সঙ্গে এক প্রতিক্রিয়ায় লিমন বলেন, “আমার বড় ভাই রাজন আজ টিভি আম্পায়ার হিসেবে থাকবে, আর আমি চতুর্থ আম্পায়ার। আমার জানামতে, দুই ভাই এভাবে আম্পায়ারিং করেনি কোনো দেশেই। আমরা একসঙ্গে কোয়ালিফাই করেছি এবং দীর্ঘদিন ধরেই একসঙ্গে কাজ করছি।”
বড় ভাই রাজনও এই অভিজ্ঞতাকে স্মরণীয় মনে করছেন, “এতদিন ধরে আম্পায়ারিং করছি, কিন্তু বিপিএলে এই প্রথম একসঙ্গে ম্যাচ পরিচালনা করব। এটা আমাদের জন্য বিশেষ কিছু। পরিবারেও সবাই অনেক খুশি।”
বাংলাদেশ ক্রিকেটে প্রথমবারের মতো দুই ভাইয়ের একসঙ্গে আম্পায়ারিং করার এই মুহূর্ত নিঃসন্দেহে দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।