বগুড়ার ধুনট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দেশবরেণ্য ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।
ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল।
ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব-উল-হক রঞ্জু ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরাফাত রহমান জনির সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি ছানোয়ার হোসেন, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি হায়দার আলী হিন্দোল, বিএনপির নেতা মাহবুবুর রহমান ফিরোজ, ময়নুল হাসান মুকুল, মোখফিজুল রহমান বাচ্চু, এনামুল হক শাহীন, জিয়া পরিষদ নেতা নূরে আলম জুয়েল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জ্বল, বুলবুল আহম্মেদ মিঠু, রুহুল আমিন মাসুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ ও ছাত্রদল নেতা আলম হাসান।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আবু মুছা, মনিবুর রহমান, মাহমুদুল হাসান সুমন, জাহিদুল ইসলাম মধু, স্বেচ্ছাসেবক দলের নেতা মোশারফ হোসেন, সাম্রাট, শাহ আলম, আনোয়ার, মাহমুদুল, রতন, শরিফ, রাসেল, হাবিল, শাহীন, কাউছার, মোন্নাফ ও ছাত্রদল নেতা রাসেল মাহমুদ প্রমুখ।