০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ধুনটে যুবলীগ ও ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা, গ্রেপ্তার ১

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার (২৬ জানুয়ারী) উপজেলার রত্মীপাড়া গ্রামের কলম প্রামানিকের ছেলে উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান (৫০), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন (৩৫), পৌর ছাত্রীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন ইবু (২৫), ধুনট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরভ হোসেন (২২) ও মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সনেট সরকারসহ (২০) ৭৮ নেতাকর্মী। এই মামলায় অজ্ঞাত আরো ৬০-৭০জনকে আসামি করা হয়েছে। এই মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ কর্মী রাব্বি মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রাব্বি ধুনট সদরপাড়ার ঠান্ডু মিয়ার ছেলে।  

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয় রয়েছে। সেখানে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির কার্যালয়ে কর্মী সভায় উপস্থিত নেতা কর্মীদের উপর হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরন ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। হামলাকারীরা বিএনপির কার্যালয় ও কার্যারয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাংচুর করে দেড় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। তবে সে সময় বিএনপির পক্ষ থেকে থানায় মামলা দিতে গেলে তা নেওয়া হয়নি। এখন রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় মামলাটি করলেন বলে বাদি মামলার আরজিতে উল্লেখ করেছেন।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে যুবলীগ ও ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা, গ্রেপ্তার ১

০৯:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার (২৬ জানুয়ারী) উপজেলার রত্মীপাড়া গ্রামের কলম প্রামানিকের ছেলে উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান (৫০), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন (৩৫), পৌর ছাত্রীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন ইবু (২৫), ধুনট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরভ হোসেন (২২) ও মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সনেট সরকারসহ (২০) ৭৮ নেতাকর্মী। এই মামলায় অজ্ঞাত আরো ৬০-৭০জনকে আসামি করা হয়েছে। এই মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ কর্মী রাব্বি মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রাব্বি ধুনট সদরপাড়ার ঠান্ডু মিয়ার ছেলে।  

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয় রয়েছে। সেখানে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির কার্যালয়ে কর্মী সভায় উপস্থিত নেতা কর্মীদের উপর হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরন ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। হামলাকারীরা বিএনপির কার্যালয় ও কার্যারয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাংচুর করে দেড় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। তবে সে সময় বিএনপির পক্ষ থেকে থানায় মামলা দিতে গেলে তা নেওয়া হয়নি। এখন রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় মামলাটি করলেন বলে বাদি মামলার আরজিতে উল্লেখ করেছেন।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।