ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও ভাঙচুরের মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনায়েদের আদালতে এ আদেশ দেওয়া হয়।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা সুরভি রিফাত জানান, মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পরীমনি অসুস্থ থাকায় হাজির হতে পারেননি। সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নাকচ করে অভিযোগ গঠন করেন এবং তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০২২ সালের ৬ জুলাই সাভার বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনি, তার সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পিবিআই প্রতিবেদনে পরীমনি ও জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
বাদীপক্ষের অভিযোগ, পরীমনি ও তার সহযোগীরা বিভিন্ন ক্লাবে গিয়ে মদ্যপান ও পার্সেল নিয়ে বিল পরিশোধ না করার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করেন। ২০২১ সালের ৯ জুন রাতে সাভার বোট ক্লাবে ঘটে যাওয়া এক ঘটনায় বাদীর ওপর হামলা ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া এখন শুরু হয়েছে।