বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়ে দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ তার নিজস্ব অর্থায়নে ধুনট বাজারে শতাধিক দুঃস্থ পথচারী মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপি নেতা আহসানুল হক, ধুনট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির তালুকদার, বিএনপি নেতা ওসমান মণ্ডল, উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুন্নবী তালুকদার, উপজেলা ছাত্রদল নেতা রকিবুল হাসান রকি, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, জাসাস নেতা আলমগীর হোসেন, বাবু আকন্দ ও রানা প্রমুখ।